Wednesday, December 3, 2014

পালা বদলের খেলায় প্রযুক্তি বিশ্ব

পালা বদলের খেলায় প্রযুক্তি বিশ্ব:

২০০৮ সালে যখন অনেক শিল্পক্ষাতে মন্থরগতি দেখা যাবে তখন তথ্যপ্রযুক্তি শিল্পে চলবে মাৎসান্যায় দশা, বড় কোম্পানি ছোট কোম্পানিকে দখল করে নিবে। আইসিটির বর্তমান মানচিত্রে হারিয়ে যাবে অনেক প্রতিষ্ঠান, প্রযুক্তিতে দানব প্রতিষ্ঠানগুলো হয়ে উঠবে আরো দানবীয়। ২০০৮ সালের এই পালা-বদল নিয়ে আমাদের প্রতিবেদন।
তথ্যপ্রযুক্তিতে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, যাদের অগুনতি অর্থ, তারা ঘুরে বেড়াচ্ছে, দর কষাকষি নিয়ে ব্যস্ত। মাইক্রোসফট তো রীতিমতো সময় বেধে দিয়েছে ইয়াহু কর্তৃপক্ষকে। প্রযুক্তি খাতে এই দশা গত বছরের তুলনায় ১৩২% বৃদ্ধি পেয়েছে।
ইয়াহু
মাইক্রোসফট কয়েক সপ্তাহের ফ্রেমে আটকে দিয়েছে ইয়াহুকে। বাজার বিশ্লেষকরা খুবই ক্ষীন সম্ভাবনা দেখছেন ইয়াহুর এই জাল থেকে বেরিয়ে আসার। ইয়াহুর স্টক মার্কেট ভ্যালু ক্রমশ নিম্নদিকে ধাবমান এবং ৪২ বিলিয়ন ডলারের বিনিময়ে মাইক্রোসফটের উপর সওয়ার হওয়া ছাড়া কোন গত্যন্তর নেই। দেখা যাক মাইক্রোসফট ইয়াহুকে হজম করতে পারে কিনা।

গ্র্যান্ড থেফ্‌ট অটো
গেমাররা অবশ্যই এই গেম সিরিজের নাম শুনে থাকবেন। হাত বদলের পালায় এটিও নিস্তার পায়নি। টেক-টু এর ম্যানেজমেন্ট যদিও ইলেকট্রনিক আর্টস এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, কিন্তু ইতোমধ্যে ই·এ· শেয়ার প্রতি ২৬ ডলারে সরাসরি শেয়ারহোল্ডারের কাছ থেকে কিনে নিয়েছে গ্র্যান্ড থেফট অটো। টেক-টু অবশ্য বলেছে তারা গ্র্যান্ড থেফট অটোর চতুর্থ ভার্সন বাজারে না ছাড়ার আগে এবিষয়ে কোন মতামত দিবেনা।

ত্রিমুখী ঝামেলায় পাম
র্স্মাটফোন মেকার প্রতিষ্ঠান পাম কোম্পানী বিক্রি হবে এবং এজন্য তারা আগ্রহী পার্টি খুজছে। সম্প্রতি পামের শেয়ার কমে হয়েছে ৪·৫। বছর শেষে বিশাল লোকসান এবং বিক্রি কমেছে ২৪ শতাংশ। পাশাপাশি আছে ফাইনান্সিয়াল ক্রাইসিস। সব মিলিয়ে বিক্রি করে দেয়াই এখন প্রতিষ্ঠানটির একমাত্র উপায়। রিম কিংবা এপল এ সুযোগটি নিতে পারে।

ইবে
ইকমার্স দানব প্রতিষ্ঠান ইবে কেনাকাটার জন্য প্রতিষ্ঠান খুজছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ম্যাকডোনাফ ২০০৮ সালে শক্তিশালী আর্থিক অবস্থানের কারনে অন্য প্রতিষ্ঠান কেনার সুযোগ আছে এমনটি মনে করেন। কোম্পানীর ব্যালেন্স শিটে আছে ৫ বিলিয়ন ডলার এবং বছর শেষে ২·৪ বিলিয়ন ডলার আয়ের সুযোগ রয়েছে। অন্য প্রতিষ্ঠান কেনার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরো বৃহৎ এবং শক্তিশালী হবে এই বছরে।

মাইক্রোসফট-৮০০ পাউন্ডের গরিলা
চলতি বছরে আরো বেশি এগ্রেসিভ আচরন মাইক্রোসফটের। ২০০৭ সালে মাইক্রোসফট ১৫টি প্রতিষ্ঠন অধিগ্রহন করে। বছরের শুরুতেই ধামাকা দিয়ে শুরু করে। ৪৪ বিলিয়ন ডলারে কিনতে চায় ইয়াহুকে। চলতি মাসে মাইক্রোসফট কিনে নিয়েছে বিজ্ঞাপনী ম্যানেজমেন্ট ফার্ম র‌্যাপ্ট, সিকিউরিটি ফার্ম কোমোকু এবং ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন ফার্ম কিদারো। তবে এটি তো কেবল শুরু বছর শেষে মাইক্রোসফটের ঝুলিতে যুক্ত হবে আরো অনেক প্রতিষ্ঠান।

অ্যামাজন ডট কম
অ্যামাজন ডট কম এর একাউন্টে অনেক অর্থ। ২০০৭ সালের শেষ তিন মাসে তারা আয় করেছে ১·২ বিলিয়ন ডলার। এবছর তারা ৩০০ মিলিয়ন ডলারে কিনতে চাইছে অডিবল কোম্পানিকে। এটি তাদের ব্যবসায় যোগ করবে নতুন মাত্রা। এমাজনের পাঠকেরা এখন বই পড়ার পাশাপাশি অডিওবুক শুনতে পারবেন।

গুগল
মাইক্রোসফটের পরে যে দানবের নাম আসে সেটি গুগল। এটি সিলিকন ভ্যালীর কতোগুলো প্রতিষ্ঠান দখল করে নিয়েছে তার কোন হিসেব নেই। গত বছর তারা ১৫ টি প্রতিষ্ঠান কিনে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩·১ বিলিয়ন ডলারে ডাবলক্লিক কিনে নেয়া। ২০০৭ সালের শেষের দিকে তারা ১·০২ বিলিয়ন ডলার ব্যবসা করেছে। সম্প্রতি তারা জনপ্রিয় সোসাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক এর ৯৮·৪% শেয়ার কিনে নিয়েছে। অবশিষ্ট ১·৬% মাইক্রোসফট এর দখলে। ফেইসবুকের জন্য গুগল ব্যয় করেছে ২৫ বিলিয়ন ডলার।

ওরাকল
এন্টারপ্রাইজ সফটওয়্যার জায়ান্ট ২০০৮ সাল শুরুই করেছে বিইএ সিস্টেম প্রতিষ্ঠান ক্রয়ের মাধ্যমে। এজন্য তারা খরচ করেছে ৮·৫ বিলিয়ন ডলার। ২০০৭ সালে ওরাকল ১১টি প্রতিষ্ঠান ক্রয় করে এবং ২০০৬ ডজন খানেক। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি ৫·৫ বিলিয়ন ডলারের ব্যবসা করে।

সিসকো সিস্টেমস্‌ঃ
নেটওয়ার্ক ইকুইপমেন্ট প্রোভাইডার সিসকো অন্যতম দখলদার প্রতিষ্ঠান। আর কেন হবেনা? ২০০৭ সালে এটি ১০·১ বিলিয়ন ডলার ব্যবসা করে এবং ২০০৬ সালে করে ৭·৯ বিলিয়ন ডলার। গত বছরে এটি ১১টি প্রতিষ্ঠান ক্রয় করে। তম্মধ্যে ছিল ডাটা স্টোরেজ, ব্রডব্যান্ড সিকিউরিটি এবং ভয়েস এপ্লিকেশন সফটওয়্যার।

হয়ে যান উইন্ডোসের হাফেজ

হয়ে যান উইন্ডোসের হাফেজ

tgtc.jpg
আমরা প্রায় সবাই উইন্ডোস ব্যবহার করি। টপাটপ গান চালাতে আর ধপাধপ ব্রাউজ করতে আমরা প্রায় সবাই জানি। কিন্তু আমরা কত জন উইন্ডোসের বিভিন্ন বেসিক টেকনোলজি গুলো জানি। আবার উইন্ডোসের বেশ কিছু টিপস এন্ড ট্রিকস আছে যে গুলো জানা থাকলে ছোটখাট উইন্ডোসিও সমস্যার সমাধান নিজেই সমাধান করে ফেলা যায়। আর উইন্ডোসের বিভিন্ন টুইকিং গুলো জানা থাকলে উইন্ডোসের পারফরমেন্স নিজের মত করে পাওয়া যায়।
TweakGuides.com উইন্ডোস এক্সপি আর ভিস্তার উপর ফাটাফাটি দুটি টুইকিং গাইড তৈরি করেছে যাতে রয়েছে উইন্ডোস সম্বন্ধীয় প্রায় সকল ধরেনের টিপস এন্ড ট্রিকস ও টুইকিং। এই টুকিং গাইডটির যে বিষয় টি আমার ভাল লেগেছে তা হল এখানে বেশ জটিল টুইকিং গুলোও বেশ ব্যাখা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। গাইডটির প্রথম দিকে উন্ডোসের বিভিন্ন বেসিক টেকনোলজি নিয়ে আলোচনা করা হয়েছে। আর পুরো গাইড জুড়ে এক এর পর এক মজার সব টিপস এন্ড ট্রিকস ও টুইক তো আছেই। উইন্ডোস নিয়ে যারা প্রায়ই খুটখাট করেন তারা পড়ে দারুন মজা পাবেন। তাই দেরি না করে এখই এই লিংকে চলে যান, এক্সপি আর ভিস্তার জন্য দুটি আলাদা আলাদা ভার্সন পেয়ে যাবেন, ডাউনলোড করুন, পড়ুন, চর্চা করুন আর হয়ে যান উইন্ডোসের হাফেজ।

Thanks..
valo legla janaben

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সহজ উপায়

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সহজ উপায়;-

প্রথমে যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তার আইকন পরিবর্তন করুন । এবার টুলস মেনুতে গিয়ে "শো হিডেন ফাইলস এন্ড ফোল্ডার এবং শো হাইড প্রোটেকটেড অপারেটিং সিস্টেম ফাইলস" এর টিক চিহ্ন তুলে দিন । এখন ফোল্ডারে গিয়ে Desktop.ini ফাইলটি Open করুন। এখন Text editor এর মাধ্যমে নিন্মোক্ত কোড গুলো টাইপ করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=C:\Documents and Settings\AYUB\Desktop\New Folder\New Folder\1.gif
এখানে C:\Documents and Settings\AYUB\Desktop\New Folder\New Folder\1.gif হচ্ছে Image
path & Formet
ফাইল টি সেভ করুন এবং রিফ্রেশ করুন দেখবেন ছবিটি আসবে।

আপনার পিসিতে পেনড্রাইভ Disable করুন ….. !!!

:-আপনার পিসিতে পেনড্রাইভ Disable করুন:-

ভাইরাস সংক্রমণের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে পেনড্রাইভ । আর আপনার পিসি যদি আপনি ছাড়াও আরো অনেকে ব্যবহার করে তাহলে তো কথাই নেই । তবে আপনি যদি 'Windows 7/Vista/XP' ইউজার হন, তবে সহজেই আপনার পিসিতে পেনড্রাইভ Disable করতে পারবেন এবং প্রয়োজন হলে আবার Enable করতে পারবেন । অর্থাৎ আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না ...!!
Windows 7/Vista তে পেনড্রাইভ Disable করতে প্রথমে আপনার 'Start Menu'র 'Search' অপশনে গিয়ে  'regedit' লিখে Enter চাপুন । XP ইউজার রা Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন । তাহলে  'Registry Editor' উইন্ডো টি ওপেন হবে ।
এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\services\USBSTOR এ প্রবেশ করুন । এবার 'Start' নামের ফাইলের উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু  4 করে দিন । তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবেনা । আবারো পেন ড্রাইভ অপশন Enable করতে চাইলে 'Start' এ পূর্বের ভ্যালু অর্থাৎ 3 সেট করুন ।

Windows 7 এর Start menu কে ক্ল্যাসিক রূপ দিন

Windows 7 এর Start menu কে ক্ল্যাসিক রূপ দিন:

Windows 7 এ ক্ল্যাসিক মেনুর রূপ দিন খুব সহজে।
Windows 7 এর Start menu কে ক্ল্যাসিক রূপ দিন
♥♥ সব সময় আপনার ফেইস বুকে ফ্রি ডাউনলোড লিংক পাও্রয়ার জন্য এই গ্রুপে যোগ দিন।
এই গ্রুপ থেকে আপনি সব সময় ফ্রি মুভি, সফটও্রয়্যার, ও্রয়ালপেফার, গান, ভিডিও্র, খবর ইত্যাদি ফ্রি ডাউনলোড লিংক পাবেন।
গ্রুপে যোগ দিতে Click Here
এছারা এখানে ভিজিট করতে পারেন
Windows: Only Seven
License: Freeware
Size: 1.41 MB

♣♀♣ ইন্টারনেট ছারাই (অফলাইনে) টেকটিউনস /যে কনো ব্লগ পড়ুন ♣♀♣ (মনে হয় মেগা টিউন)

কাজ:- আজকে আমরা দেখবো কিভাবে ইন্টারনেট ছারাই টেকটিউন বা অন্য যে কনো সাইট ব্রাউস করা যায় ও অফলাইনে পড়া যায়।যাদের বাসায় ইন্টারনেট নাই তাদের উপকার হবে আসা করি। এছারাও টেকটিউনসের সার্ভার ডাউন থাকলে সাইটে না ঠুকতে পারলে এভাবে পড়তে পারবেন। কেউ আবার ভেবে বসবেন না আমার মাথা মুথা আউলায়া গেছে। হাহা। কাজটা খুব সহজ আসলে একটা সোফটওয়্যার এর দারা এটা করা যায়। আজকে সেটা নিয়ে আলোচনা করবো আমরা। এই সোফট টি দিয়ে আপনে অফলাইনে টেকটিউন সহ অন্য সব ব্লগ পড়তে পারবেন। মনে করুন আপনে টেকটিউনস প্রেমি বাট আপনার বাসায় নেটের নাইল নাই তাহলে যে কনো সাইবার কেফে গিয়ে আপনে আপডেট করে নিয়ে আসুন পেন ড্রাইভে তারপর বাসায় বসে ইন্টারনের ছারাই টেকটিউনস পড়ুন।আমরা যেমন এন্টিভাইরাস আপডেট করি না? কাজটা অনেকটা সেরকম ই। আপনে অন্য কথাও থেকে আপডেট করে নিয়ে অফনাইলে ইন্টারনেট ছারাই তখন পড়তে পারবেন।আবার মনে করুন আপনার একটি সাইট আছে যার সব কিছু কপি করে রাখতে চান নিজের পিসিতে তাহলেও এটা ইউস করতে পারেন। বুঝাতে পারলাম? তো আর কি? চলেন শুরু করি এবার। :)
অফ টপিক:- কিভাবে আমার বাংলা ব্লগিং যাত্রা শুরু (এক্সট্রা পেচাল না পড়লেও চলবে তেমন ইম্পরটেন্ট না)
আসলে বাংলা ব্লগিং শুরু করেছি আমি ৩মাস হবে হটাত একদিন না জানি কি কারনে প্রথম আলো ব্লগে গিয়ে দেখি রিয়াদ ভাইয়ের একটা টিউন "কি দিয়েছে ১৪০০ বছরের ইসলাম"? মুক্ত আলোচনা দেখে ভালো লাগলো তারপর আমি রেজিসটার করলাম ঐ ব্লগে এভাবেই আমার বাংলা ব্লগে আসা।যাত্রা শুরু হয়েছি অনেক ঝগরা দিয়ে, হাহাহা, পড়ে সবার ফেভারিট হয়ে যাই না জানি কিভাবে। সবার ভালোবসায় আমি সত্যি মুগ্ধ।প্রথম আলো ব্লগের সবার কাছে আমি ক্রিতগ্গ।অনেকটা এমন একটা টিউন দেখেছিলাম প্রথম আলো ব্লগে আমার ফেভারেট একজন ব্লগার রিয়াদ ভাই করেছিলো। ৪/৫দিন আগে রিয়াদ ভাইকে জিগাস করলাম আমি এমন একটা টিউন করতে চাই যেহুতু আপনে আগে করেছেন তাই আপনার পারমিশন নিয়ে করতে চাই।যদিও সোফট টা আমার না উনারো না। এটা আসলে একটা ভালোবাসা উনার প্রতি আমার। যাই হোক। এই আরকি। হাত বেথা হয়ে গেছে এতকিছু লিখে একটু হোল্ড করুন ধুমপান করে নেই শান্তি করে।হাহাহাহা :) :) :) :) :)

চলুন শুরু করি

১। টিউন ইনস্টলেশন:-
|---------------------------|
|ইউসার লেভেল - মিড লেভেল
|ডিফিকাল্টি - ২০%

|ডাউনলোড করুন এখানে ক্লিক করে 
|---------------------------|
২। ডাউন লোড হয়ে গেলে সোফট টি নরমাল ভাবে ইনস্টল করুন। তারপর ওপেন করে বন্ধ করে দিন।
৩। পেচ ফাইলে ক্লিক করুন তারপর পেচ লিখাটায় ক্লিক করুন তারপর এখানে যান c/program files/Offline Explorer Enterprise/ এখন OE.exe টা সিলেক্ট করে ওপেন করুন নিচের ছবির মত।

হয়ে গেছে এবার ৪নং দেখুন।
৪। এখন ডেস্কটপ থেকে Offline Explorer Enterprise ওপেন করুন project URL এর ঘরে লিখুন http://techtunes.com.bd আর project নেম এর ঘরে লিখুন tt নিচের ছবির মত তারপর নেক্সট দিন।
এবার ১ লিখাটা আছে না? সেখানে যদি চান প্রথম ২/৩ পাতা আপলোড করবেন তাহলে ১ উঠিয়ে ৩দিয়ে দিন। আর প্রথমে ১দিয়েই করুন টেস্ট হয়ে যাবে। (১পাতায় যত পোস্ট আছে সব ডাউনলোড করেছি আমি ৬/৭ মিনিটে আমার স্পিড ছিলো ১৫-১৮কেবি)
নেক্সট দিন/আবার নেক্সট দিন/আবার নেক্সট দিন/আবার নেক্সট দিন/ এবার দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। নিচের ছবির মার্ক করা জায়গাটা দেখুন। connecting to host techtunes তার মানে ডাউনলোড হতেছে। আর একি জায়গায় যদি দেখুন Download completed লিখা তার মানে ডাউনলোড করা একদম শেষ।
৫। যদি মনে করেন যতটুক চেয়েছেন ততটুক ডাউনলোড হয়ে গেছে তাহলে নিচের ছবির মত নির্দিষ্ট Project (TT)-এ রাইট ক্লীক করে → Download → Stop এ ক্লীক করুন। আপনি চাইলে আবার একই জায়গা থেকে ReStart Download দিয়ে ডাউনলোর শুরু করতে পারবেন। আবার যদি চান আপডেট করতে তাহলে আপডেট ও করে নিতে পারবেন। নিচের ছবিটি দেখুন।
৬। এবার ফাইলটি কে ওয়েব সাইট আকারে সেভ করতে চাইলে → File → Export এ ক্লীক করুন। এবার ডায়ালগ বক্সে ফাইলটি কোথায় Export করবেন সেই লোকেশনটি নির্ধারন করে দিন। অতঃপর Export বাটনে ক্লীক করুন। নিচের ছবির মত
এবার নিচের ছবির মত ব্রাউসে ক্লিক করে যেখানে সেফ করতে চান জায়গা দেখেন তারপর ওকে দিয়ে Export ক্লিক করুন তারপর একটু সময় দিন Export হয়ে যাবে।
৬। টিং টিং টি টিং, এবার রেডি হয়ে যান ইন্টারনেট ছারা টেকটিউনস পড়তে প্রথমে টেস্ট করার জন্য আপনার নেটের নাইল ডিসকানেক্ট করুন। এখন যেখানে Export করেছিলেন সেই ফোল্ডারে যান গিয়ে দেখুন অনেক ফাইল আছে সেখান থেকে contents.htm নামের ফাইল টি মজিলা দিয়ে ওপেন করুন (এক্সপ্লরার দিয়ে কেনো জানি আপাতত আমি পারতেছি না।)
তারপর নিচের ছবির মত একটা পেজ ওপেন হয়ে মজিলাতে। TT লিখাতে ক্লিক করুন ও ব্রাউস করা শুরু করুন ইন্টারনেট ছারা।
এক ঝলক দেখে নিন কেম লাগে অফলাইনে ব্রাউস করতে নিচের ছবিতে




ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় সোশার নেটওয়ার্কিং সাই


ফেসবুক কি জিনিস ? সেটা কমবেশী সবাই জানা। ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় সোশার নেটওয়ার্কিং সাইট । ফেসবুক সমন্ধে জানে না এমন ইন্টারনেট ব্যবহার করী কমই খুজে পাওয়া যায়। আর আপনি যদি ইচ্ছে করেন তাহলে নিজেই ফেসবুকের মতো একটি সাইট বানাতে পারবেন আমার দেওয়া ক্লোন  script দ্বারা।  নিচের ডাউনলোড লিংক থেকে স্পিট টি ডাউনলোড করুন আর ইন্সটল করুন ব্যাস হয়ে গেলো। তবে নিজ দ্বায়িত্বে ইন্সটল করবেন পরে কোন সমস্যা হলে আমি দায়ী না।
কি কি জানা প্রয়োজন?
১. পিএইচপি সমন্ধে ধারণা থাকতে হবে।
২. script ইন্সটলশন জানতে হবে।
৩. হোষ্টিং এ আপলোড করা জানতে হবে।


এই script টি ফেসবুক ২০১4 লেটেষ্ট version এর ক্লোন

DOWNLOAD Facebook 2011 script

আর এই script টি ২০১০ এর version
DOWNLOAD Facebook 2011 script