Wednesday, December 3, 2014

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সহজ উপায়

উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সহজ উপায়;-

প্রথমে যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তার আইকন পরিবর্তন করুন । এবার টুলস মেনুতে গিয়ে "শো হিডেন ফাইলস এন্ড ফোল্ডার এবং শো হাইড প্রোটেকটেড অপারেটিং সিস্টেম ফাইলস" এর টিক চিহ্ন তুলে দিন । এখন ফোল্ডারে গিয়ে Desktop.ini ফাইলটি Open করুন। এখন Text editor এর মাধ্যমে নিন্মোক্ত কোড গুলো টাইপ করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=C:\Documents and Settings\AYUB\Desktop\New Folder\New Folder\1.gif
এখানে C:\Documents and Settings\AYUB\Desktop\New Folder\New Folder\1.gif হচ্ছে Image
path & Formet
ফাইল টি সেভ করুন এবং রিফ্রেশ করুন দেখবেন ছবিটি আসবে।

No comments:

Post a Comment