Monday, December 1, 2014

ব্লগিং থেকে আয়? যারা শুরু করতে চাচ্ছেন আসুন শুরুর আগে জেনে নেই ৫ টি বাস্তব সত্য ব্লগিং থেকে আয় সম্পর্কে! part- 1

ব্লগিং থেকে আয়? যারা শুরু করতে চাচ্ছেন আসুন শুরুর আগে জেনে নেই ৫ টি বাস্তব সত্য ব্লগিং থেকে আয় সম্পর্কে! part- 1:- 


আয় ! ইনকাম ! টাকা কামানো যেটাই বলেন না কেনো একটা কথাই মনে রাখবেন, সবার কাছেই টাকার মূল্য আছে। মানে আপনি যে পয়সাটা আয় করবেন সেটা যেমন আপনার কাছে অনেক দামী, ঠিক তেমনি যিনি আপনাকে পয়সাটা দিবে তাঁর কাছেও সেইরকমই দামী। এই কথার মাধ্যমে আপনাকে একটা কথাই বুঝাতে চাইলাম সেটা হলো মনে রাখবেন যে, রিয়েল লাইফ হোক আর অনলাইন লাইফ হোক না কেনো, যেখানেই টাকা সেখানে কিছু দেয়া নেয়ার ব্যাপার আছে। মানে আপনি এক পায়ের উপরে আরেক পা দিয়ে বসে থাকবেন আর টাকা আপনাকে কেউ একজন দিয়ে যাবে এমন কিন্তু না। আরেহ ভাই চরম একটা সত্য বাক্যই ভাবুন না কেনো যে, সরকারও তো চাইলে কারি কারি টাকা ছাপাতে পারবেনা। সেখানে আপনিতো এমন কোনো বারাক ওবামা না! অর্থা আপনার মাঝে যে মেধা আছে সেটার কিছু অংশ কেউ নেয়ার বিনিময়ে আপনাকে কেউ একজন টাকা দিবে। এটাকেই বলে ইনকাম। এখন যাই হোক, আজ আপনাদের সাথে একটু গল্প গুজব করব ব্লগিং আয়ের কিছু বাস্তব সত্য নিয়ে। আমরা অনেকেই শুধু স্বপ্নের মাঝেই হাবুডুবু খাই। ফলে বাস্তব সত্য আমাদের জানা থাকলেও তা ভুলে যাই। সেরকমই কিছু সত্য মনে করিয়ে দিবো যেগুলো আমাদের জানা থাকা সত্ত্বেও একটু ঝালাই করা প্রয়োজন
ব্লগিং এখন অনলাইন ওয়ার্ল্ডের অন্যতম একটি আয়ের ৎস। ব্লগিং এমন একটি প্লাটফর্ম যেখানে দেয়া নেয়া ছাড়া ইনকাম নাই। আসলে কোথাও দেয়া নেয়া ছাড়া ইনকাম নেই। ব্লগিং এর ক্ষেত্রে দেখা যায়, একজন ব্লগার নিজের মাথা থেকে নিত্য নতুন অনেক কিছু লিখে পাঠকদের কাছে সরবরাহ করে। আর পাঠকরা আপনাকে দেয় বিজ্ঞাপনে ক্লিক! আর এটাই হলো ব্লগিং থেকে আয়। দেখলেন তো, এখানেই লেনদেন আছে! মানে কোথাও দেয়া নেয়া ছাড়া ইনকাম নেই। তবে অনেকেই ভেবে বসেন যে, কপি পেস্ট করে ব্লগিং করবো আর লাখ লাখ টাকা পকেটে ঢুকবে। এইটা একটা কল্পনা ছাড়া কিছুইনা। আরেহ ভাই এইটা কেনো ভুলে যান যে, কপি করাকে ব্লগিং - বলেনা সেখানে আয়ের প্রশ্ন আসে কোথা থেকে? অর্থা আপনি প্রকৃত ব্লগিং করলে ইনকাম আপনার আসবেই। আসুন ব্লগিং থেকে আয় করার ক্ষেত্রে জেনে নেই ৫টি বাস্তব সত্য
এসইও হলো গোপন মন্ত্র

এসইও যাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থা এসইও আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে পরিচয় করিয়ে দেয় সাথে পারলে খাতির জমিয়ে নেয়। আপনি একটি বিস্কুট কোম্পানি খুললেন আর সেই বিস্কুট সম্পর্কে ক্রেতা জানলোই না। তাহলে আপনার বিস্কুট খাবে কে? অর্থা আপনি যদি আপনার বিস্কুটকে দোকানদারদের কাছে পরিচিত করাতে পারেন আর দোকানদার যদি কোন ভাবে সন্তুষ্ট হয় তবে সেটার বিক্রি অনেক বেড়ে যাবে। দোকানদার ক্রেতাকে বিস্কুটটি কিনতে আগ্রহী করে তুলবে। সেটার গুণ তুলে ধরবে। অর্থা আপনি মান সম্মত বিস্কুট বানিয়েও ক্রেতার কাছে তুলে না ধরলে তা কেউ খাবেনা। ভাবছেন আমি আবার ব্লগিং বিস্কুট ফ্যাক্টরি ঢুকাইলাম কেনো? প্রবলেম নাই ভাই আমি অযথা এখানে বিস্কুট ফ্যাক্টরি আনবো কেনো? প্রয়োজনেই এনেছি। এতক্ষন যে উদাহরন দিলাম তাঁর সাথে একটি ব্লগের তুলনা করুন। আপনি একটি মানসম্মত ব্লগ খুলে লিখেও লাভ নাই যদি কিনা পাঠক আপনার ব্লগ সম্পর্কে না জানে। আর এটার উপায়ই হলো এসইও। আমরা তো কিছু খুঁজলেই সার্চ করি। কোনো ব্লগের ঠিকানা মনেই রাখিনা। আর তাই কারো মনে জায়গা করার আগে প্রয়োজন সার্চ ইঞ্জিন গুলোর খাতির যত্ন করা। কারণ সার্চ করেই সবচেয়ে বেশি ভিজিটোর ব্লগে ভিজিট করে। তাই খালি ব্লগ লিখেই লাভ নাই। পাশাপাশি সার্চ ইঞ্জিন বিশেষ করে গুগল মামারে পটাইতে চেষ্টা করেন যেন কেউ আপনার ব্লগ টপিক সার্চ দিলে ভিজিটরসের চোখে পড়ার মতো পজিশনে যান। এক কথায়, "এসইও হলো গোপন মন্ত্র"
মনে রাখবেন অ্যাডসেন্সই সর্বে সর্বা নয়

ব্লগিং থেকে ইনকাম করার মূল হাতিয়ার ভিজিটরস। ভিজিটরস নেই তো ইনকামও নাই। তাই এইটা ভাবার কারণ নাই যে অ্যাডসেন্স নাই মানে ইনকামও নাই। এইটা ভুলে গেলে চলবেনা, অ্যাডসেন্সের বিজ্ঞাপনে ক্লিক না পড়লে অ্যাডসেন্স কি আপনাকে টাকা দিবে? আর এইখানে তো ক্লিক নিজে নিজেই করলে হবে না। প্রয়োজন ভিজিটরসদের ইউনিক ক্লিক। অর্থা ভিজিটরস না থাকলে আপনার অ্যাডসেন্সে টাকা সরবরাহ করবে কে? তাই অ্যাডসেন্সকে হাতি ভাবার কারণ নাই। ভিজিটরসকে নিয়া মাথা ঘামান। টাকাই এসে পায়ে ধরবে

এক রাতেই ধনী হওয়ার স্বপ্ন পাগলামির শামিল

No comments:

Post a Comment