Wednesday, November 26, 2014

অ্যাপে বিনামূল্যে এসএমএস-ফোন

অ্যাপে বিনামূল্যে এসএমএস-ফোন

ঢাকা : বাঙালি মধ্যবিত্তের কাছে স্মার্টফোন সম্ভবত এখন আর বিলাসি পণ্য হিসেবে গণ্য করা হয় না। ফোনে কথা বলা ছাড়াও বিচিত্র ধরনের অ্যাপ ব্যবহার করার সুযোগও থাকে স্মার্টফোনে। নিন্দুকেরা আবার বলে থাকেন, এই লাখ লাখ অ্যাপ যাপিত-জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনা।


তবে নিউটনের সূত্রের মতোই সব সমালোচনার একটি বিপরীত দিকও আছে। বিনামূল্যে এসএমএস বা ফোন করার সুবিধাটুকু বাঁকা চোখে দেখার কিছু আছে বলে খুব একটা মনে হয় না। দূরদেশে আছেন আপনার কোনো বন্ধু বা আত্মীয় অথবা মা-বাবা। ইন্টারনেট জামানায় অনেকভাবেই তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব।
ভিডিও চ্যাটে তাদেরকে দেখতে পারা বা কথা শুনা নিশ্চই একটু বেশিই আনন্দ দেয়। আর এই সুবিধা যদি হয় একদম ফ্রি তাহলে তো বোধ হয় সোনায় সোহাগা! আর আপনার স্মার্ট ফোনের অ্যাপেই সম্ভব এসব।
- See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=7&news_id=29575#sthash.cyOrAjLC.dpuf
www.facebook.com/monermanus.com

No comments:

Post a Comment