Wednesday, November 26, 2014

WAMP ব্যবহার করে নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।

WAMP ব্যবহার করে নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা।

ওয়ার্ডপ্রেস একটি ওয়েব এপলিকেশন। এটা লোকাল কম্পিউটারে ইন্সটল করার জন্য তিনটি জিনিস লাগবে। Apache, পিএইচপি এবং MySQL। তিনটা আলাদা আলাদা করে ইন্সটল করে কনফিগার করতে হয়। কনফিগারেশনটা একটু ঝামেলার কাজ। তাই সহজে এ তিনটা সফটওয়ার ইন্সটল করার জন্য অনেক গুলো প্যাকেজ রয়েছে।
WAMP হচ্ছে একটা প্যাকেজ, উইন্ডোজের জন্য Apache, পিএইচপি এবং MySQL এক সাথে ইন্সটল করার জন্য একটা প্যকেজ।
WAMP ইন্সটল করা অনেক সহজ। ডাউনলোড এবং ইন্সটল। শেষ।

ডাউনলোডের জন্য ভিজিট করুনঃ http://www.wampserver.com/en/
তারপর ডাউনলোড সেকশন এ চলে যান।
ঐখানে অনেক গুলো ভার্সন পাবেন ঐ গুলো PHP ভার্সনের উপর নির্ভর করে তৈরি। যে কোন একটা হলেই হবে। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে 32bit বা 64bit যেকোন একটা ডাউনলোডের জন্যক্লিক করুন।
নতুন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। you can download it directly লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল।
ইন্টল শেষে ওপেন করুন। সিস্টেম ট্রেতে WAMP সার্ভার দেখতে পাবেন। এবার যে কোন ব্রাউজার ওপেন করে ভিজিট করুনঃ  http://localhost/ তাহলে যদি নিচের মত দেখতেপারেন তাহলে বুঝতে হবে যে আপনার সব কিছু ঠিক আছে এবং আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন প্রস্তুতঃ
এবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ভিজিট করুনঃ http://wordpress.org/Download এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
এটা একটা জিপ ফাইল। আনজিফ করুন।
তাহলে wordrpess নামক একটা ফোল্ডার পাবেন।
আপনি ওয়ার্ডপ্রেস যেখানে ইন্সটল করছেন ঐ ফোল্ডারটা ওপেন করুন। C ড্রাইভে ইন্সটল করলে C:\wamp\www এ যান এবং wordrpess ফোল্ডারটা www ফোল্ডারের ভিতের রাখুন।
এবার ব্রাউজারে http://localhost/ এ যান। Your Projects এ wordpress লেখা দেখতে পাবেন। ঐখানে ক্লিক করুন। তাহলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার অপশন পাবেন।
ওয়ার্ডপ্রেস ইন্সটলের জন্য আপনাকে একটা ডাটাবেজ তৈরি করতে হবে। তার জন্য আবার http://localhost/ এ যান। এবং phpmyadmin এ ক্লিক করুন। ঐখানে অনেক গুলো অপশন পাবেন। Database এ ক্লিক করুন।   থেকে ডেটাবেজ নাম দিয়ে একটি ডাটাবেজ তৈরি করে নিন।

এবার Privilege এ ক্লিক করুন। Add a new User এ ক্লিক করুন। User এর নাম দিন, host থেকে লোকাল হোস্ট সিলেক্ট করুন। Password দিন। এগুলো একটা কাগে লিখে রাখুন। সব গুলো Case Sensitive.
User তৈরি হয়ে গেলে Edit Privilege থেকে ক্লিক করে All Privilege সিলেক্ট করে দিন। তারপর সেভ করুন।
এবার ওয়ার্ডপ্রেসে ইন্সটলে এসে Database Name, User Name হিসবে আপনার তৈরি করা User name দিন। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিন।  Host এর ঘরে localhost লিখুন। এবং নেক্সট স্টেপে যান।

ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপ করুন খুব সহজে।

ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপ করুন খুব সহজে।

আজকের টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে আপনি আপনার
ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করবেন।
এই কাজটি আপনি খুব সহজেই করতে পারেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে
আমি দেখিয়েছি, কিভাবে আপনি ধাপে ধাপে এই কাজটি সফলভাবে সম্পন্ন করবেন।
আশা করি আপনারা সবাই টিউটোরিয়ালটি দেখে উপকৃত হবেন।
ধন্যবাদ ।

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস

ওয়ার্ডপ্রেস(WordPress) হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), বর্তমানে ৭.৫ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ১.২ মিলিয়ন মানুষ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে। যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন নতুন কাজ বাড়ছেই। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম । বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।

কেন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন, আয়ের ক্ষেত্র এবং পরিমাণঃ


প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে অনেক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, ক্লাসিফাইড সাইট, কর্পোরেট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট, কিংবা ইকমার্স সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।

ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্সিং কি ?


মুক্তপেশা (ইংরেজি: Freelancing), কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" (ইংরেজি: Freelancer)। এধরণের কাজে যেমন কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তেমনি সবসময় কাজ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
মুক্তপেশার কাজের পরিধি অনেক বেশি। বিশ্বব্যাপী এধরণের কর্মপদ্ধতির চাহিদা ক্রমশ বাড়ছে। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা ওয়ার্ডপ্রেস কাজের মধ্যে উল্লেখযোগ্য

টাকা উপার্জনের জন্য এর থেকে আর সহজ উপায় কি হতে পারে??

টাকা উপার্জনের জন্য এর থেকে আর সহজ উপায় কি হতে পারে:-


বিনিয়োগ ব্যবসার সাথে জড়িত অধিকাংশ ব্যবসায়ীরা এই ব্যপারে একমত হবেন যে বিনিয়োগ থেকে টাকা উপার্জনের সবচেয়ে ভাল ক্ষেত্র হচ্ছে ফরেক্স মার্কেট। সত্যিকার অর্থে টাকা উপার্জনের জন্য ফরেক্স বিনিয়োগের চেয়ে ভাল উপায় আর কিছু হতে পারে না।
ফরেক্সে একজন সফল ট্রেডার হুয়ার জন্য আপনার মধ্যে তিনটি উপাদান খুব জরুরী। এগুলো হলঃ
১. মানি
২. মেথড
৩. মাইন্ড সেট
pie_chart
“মানি” আর “মাইন্ড সেট” তো আপনার ব্যাক্তিগত ব্যপার, সম্পূর্ণ আপনার নিজস্ব চিন্তা ভাবনার উপর এগুলো ডিপেন্ড করে। কিন্তু ফরেক্স বিজনেসে সফল হওয়ার জন্য একটা জিনিস আপনাকে শেখা লাগবে। তা হলো “মেথড”। আপনার মেথড যেমনই হোক না কেন, এটা ঠিক করার জন্য দুটো জিনিস জেনে রাখা খুব জরুরী। এক হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস, অন্যটা টেকনিক্যাল এনালাইসিস।
ফরেক্সের ভাষায় টেকনিক্যাল এনালাইসিস এমন এক প্রক্রিয়া যার সাহায্যে মার্কেটে যেকোনো কারেন্সি পেয়ারে প্রাইসের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে পূর্ব ধারনা পাওয়া যায়। এই ব্যাপারে সাহায্য করার জন্য ফরেক্স মার্কেটে ছড়িয়ে আছে অসংখ্য টুলস। এই টুলস গুলোকে মুলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে।
১. ফরেক্স ইন্ডিকেটর
২. ফরেক্স রোবট
৩. ফরেক্স অটস্ক্রিপ্ট

১. ফরেক্স ইন্ডিকেটরঃ

সোজা বাংলায় ফরেক্স ইন্ডিকেটর অর্থ হল নির্দেশক বা মূল্য নির্দেশক যা মার্কেটের বর্তমান অবস্থা নির্দেশ করে। একটি ইন্ডিকেটর তার হিসাব অনুসারে আপনাকে কি কি মার্কেট তথ্য দিতে পারে তা নিচে দেয়া হলঃ
১. মার্কেটের বর্তমান ট্রেন্ড (আপ ওয়ার্ড না ডাউন ওয়ার্ড)
২. মার্কেট ট্রেন্ডটি কতটুকু শক্তিশালী বা দুর্বল
৩. ট্রেন্ডটির বর্তমান অবস্থান যেমন শেষের দিকে কিনা
৪. মার্কেটের ভোলাটিলিটি
৫. মার্কেটের ট্রেডের ভলিউম (কেমন ট্রেডার মার্কেটে অংশগ্রহণ করছে)
৬. মার্কেটে বিভিন্ন ট্রেন্ড প্যাটার্নের পুনরাবৃত্তি
ফরেক্স ট্রেড করতে এসে বাই এবং সেল দেবার আগে নতুন ট্রেডাররা যে জিনিসটা সর্বপ্রথম ফলো করে তা হল ইন্ডিকেটর। অনেকেই ভাবে ইন্ডিকেটর মানে বাই আর সেলের সিগন্যাল। আর ইন্ডিকেটরটি চার্ট এ সেট করে বিগত হিস্ট্রি ফলো করে সবাই বেশ অবাক হয় এই ভেবে যে- আল্লাহ ইন্ডিকেটর কত ভাল কাজ করে, না জানি কত্ত সিগন্যাল না মিস হয়ে গেল এবং তাৎক্ষণিক ইন্ডিকেটর এর সিগন্যাল অনুযায়ী ট্রেড দেয়। কিন্তু যখনই এই সিগন্যাল কাজ করে না, ইন্ডিকেটরকে মনে হয় বুঝি খুব খারাপ। তবে আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তাহলে ইন্ডিকেটর অনুযায়ী ট্রেড করে বেশ লাভবান হতে পারবেন।
মার্কেট এর সমুদয় ইন্ডিকেটর গুলোকে আমরা forexing24 ব্লগ সাইট থেকে মূলত তিনটি ভাগে ভাগ করেছি। এদের বর্ণনা নিচে দেওয়া হলঃ

অ্যাপে বিনামূল্যে এসএমএস-ফোন

অ্যাপে বিনামূল্যে এসএমএস-ফোন

ঢাকা : বাঙালি মধ্যবিত্তের কাছে স্মার্টফোন সম্ভবত এখন আর বিলাসি পণ্য হিসেবে গণ্য করা হয় না। ফোনে কথা বলা ছাড়াও বিচিত্র ধরনের অ্যাপ ব্যবহার করার সুযোগও থাকে স্মার্টফোনে। নিন্দুকেরা আবার বলে থাকেন, এই লাখ লাখ অ্যাপ যাপিত-জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনা।


তবে নিউটনের সূত্রের মতোই সব সমালোচনার একটি বিপরীত দিকও আছে। বিনামূল্যে এসএমএস বা ফোন করার সুবিধাটুকু বাঁকা চোখে দেখার কিছু আছে বলে খুব একটা মনে হয় না। দূরদেশে আছেন আপনার কোনো বন্ধু বা আত্মীয় অথবা মা-বাবা। ইন্টারনেট জামানায় অনেকভাবেই তাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব।
ভিডিও চ্যাটে তাদেরকে দেখতে পারা বা কথা শুনা নিশ্চই একটু বেশিই আনন্দ দেয়। আর এই সুবিধা যদি হয় একদম ফ্রি তাহলে তো বোধ হয় সোনায় সোহাগা! আর আপনার স্মার্ট ফোনের অ্যাপেই সম্ভব এসব।
- See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=7&news_id=29575#sthash.cyOrAjLC.dpuf
www.facebook.com/monermanus.com

ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু করল ফেসবুক

ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু করল ফেসবুক

ঢাকা : এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে ফেসবুক। কোনও রিচার্জ বা ডেটা রিচার্জ ছাড়াই ওয়েব দুনিয়ায় সার্ফ করতে পারবেন। সব মোবাইল পরিষেবাতেই এই সুবিধে মিলবে বলে জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ।

এবার মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে বসেই আপনি জানতে পারবেন স্থানীয় হাসপাতাল, চাকরির খবর, রেস্তোরাঁ, শিক্ষা-সংক্রান্ত সব তথ্য। এমনই এক নয়া ‘অ্যাপস’ লঞ্চ করল সোশ্যাল নেটওয়ার্কিং জায়েন্ট ফেসবুক। নয়া অ্যাপসটির নাম ইন্টারনেট ডট ওআরজি (internet.org)। অ্যাপসটি ডাউনলোড করলেই আপনি কোনও ডেটা রিচার্জ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


জুকারবার্গ জানিয়েছেন, ইন্টারনেট ডট ওআরজি-র লক্ষ্য হল গোটা পৃথিবীর মানুষকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া। তিনি আরও বলেন, আমাদের সংস্থা মনে করে, বিশ্বের প্রতিটি মানুষ বিনামূল্যে ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্য, চাকরি, পড়াশোনা ও প্রাথমিক তথ্যটুকু পাওয়ার অধিকার রয়েছে। আমরা এর পর আরও নয়া পরিষেবা নিয়ে আসব ফেসবুক ব্যবহারকারীদের জন্য, তাও একেবারে বিনামূল্যে।

আপাতত শুধুমাত্র জাম্বিয়ার এয়ারটেল ব্যবহারকারীরাই তাদের মোবাইলে এই অ্যাপস ব্যবহারের সুবিধে পাবেন। দ্রুতই গোটা বিশ্বের মানুষ এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন।

ফেসবুকের প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর গাই রোজেন বলেন, মোবাইল ফোনের নেটওয়ার্কের আওতায় বাস করেন বিশ্বের জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ। কিন্তু তাদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ইন্টারনেটের আওতায় বাস করেন। এই অ্যাপসটি ডাউনলোড করলে কোনো খরচ ছাড়াই স্বাস্থ্য, শিক্ষা, খবর, চাকরির-তথ্য পাবেন। বিনামূল্যে এই সার্ভিসগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে আরও বেশি মানুষকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে চাই আমরা।– ওয়েবসাইট - See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=7&news_id=29277#sthash.tRpnEzH2.dpuf