Wednesday, July 23, 2014

যেভাবে নিজেকে একজন 3D আর্টিস্ট এবং ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন

যেভাবে নিজেকে একজন 3D আর্টিস্ট এবং ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন

How to 3d artist

3D মুভি, আনিমেশন, গেইম নিশ্চই দেখেছেন, খেলেছেন....মজা পাননি এমন কেউ খুজে বের করার মত বড় রিস্ক আমি কখনই নিতে চাই না...আমি জানি আপনিও চাইবেন না, কারন শিশু কি বুড়া সে যেই হোক না কেন কেমন জানি একটা রহস্যের মত হাসির সিনেমা গুলোতে হাসি-মজাদার রহস্য ছড়িয়ে দেয়। আর গেমারদের নিয়ে কিছু বলার নাই, তবে একটু কম খেলেন ভাই.....

কখনো ভেবে দেখেছেন এগুলো কিভাবে তৈরী করে ?


কিসের মধ্যে কি প্রশ্ন করে বসলাম দেখেন তো ? আমার তো খেয়ে দেয়ে কাজ নেই সিনেমা দেখার সময় এই গুলা মাথায় আসবে...না অনেকেই ভেবে দেখেছেন নিশ্চয় এবং জানতেও পেরেছেন আশা করি...তাহলে আর কাজ নাই আপনার এই পোষ্ট পড়ে...থেমে যেতে পারেন
তবে যদি মনে করেন জানতে চাই আরো কিছু তাহলে সাথে চলুন ....

আপনি কি নিজেকে একজন ক্রিয়েটিভ মনে করেন ?


উত্তর যদি হাঃ হয়, তাহলে আপনাকেই খুজছি এই পোষ্ট লেখার জন্যে, হা এই জিনিসটা একটু লাগবেই এই পথে আগাবার জন্যে,
আর যদি নিজেকে ক্রিয়েটিভ মানতে না পারেন তাহলে একটি পথ আপনার জন্যে খোলা আছে সেটি হল প্রচন্ড আগ্রহ এবং প্রাকটিস করার মনমানসিকতা...
আরো কিছু লাগবে...
১। প্রচুর ধৈর্য লাগবে
২। 2D(X,Y) এবং 3D(X,Y,Z) জগত সর্ম্পকে নুন্যতম ধারনা এবং পার্থক্য গুলোও বুঝতে হবে।
৩। 3D(X,Y,Z) পরিমাপ সর্ম্পকে ধারনা থাকতে হবে
৪। মডেল নিয়ে প্রচুর ঘাটাঘাটি করার অভ্যাস লাগবে।
ধরে নিলাম আপনি পারবেন উপরের চরম ঘাট গুলো পার হতে পারবেন(!) তাহলে চলুন এবার

কিভাবে শুরু করবেন ?


কখনোই ভাববেন না যে একরাতেই 3D আর্টিস্ট হয়ে যাবেন(হতে পারলে মিষ্টি খাওয়াবেন!!!),
আগে নিজেকে প্রশ্ন করুন খুব স্থির ভাবে আপনি কি সত্যি একজন 3D আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান  নাকি কৌতুহল এর সাথে কাজ চালাবেন ?
আপনি যদি মনে করেন আপনার ক্যারিয়ার শুরু করার অনেক সময় আছে তাহলে আস্তে আস্তে এগুতে পারেন আর যদি মনে করেন আপনি এই কাজ গুলো নিয়েই থাকতে ভালবাসবেন বা নিজের প্রফেশন গড়ে তুলতে চান তাহলে নিচের ঘাট গুলো শুধু মাত্র আপনার জন্যে...

3D Max দিয়েই শুরু করুন

Autodesk 3ds Max

সফটটি একথায় অসাধারন এবং বেশিরভাগ মডেলারই এর মাধ্যমে শুরু করে পরে আরো সফট এর দরকার হয়
নেট থেকে ডাউনলোড করার চেয়ে মার্কেট থেকে একটা DVD কিনে নিন এর পর যাত্রা শুরু করুন, বর্তমানে এর ভার্সন-১২ চলছে বেশ দারুন ইন্টারফেস

মুভি, গেইম কালেক্ট করুন যার কাছে যা আছে ....

অগেই একটা অনুরোধ করব.... মুভি এবং গেইম খেলার পরামর্শ দেব শুধুমাত্র শেখার জন্যে তাদের কাজ গুলো ভাল ভাবে লক্ষ্য করার জন্যে, বিভিন্ন পরিবেশ, কারেক্টার, অনুভুতি, ফাইটিং, রঙ এর কাজ, একশন আরো অনেক কিছু যা শুধুমাত্র ভালভাবে লক্ষ্য করলেই আপনার আগ্রহ এবং উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে...
আর যদি শুধু মাত্র সময় কাটিয়ে সিনেমা, গেম খেলে পার করে দেন তার জন্যে আমি কোন ভাবেই দায়ি থাকব না....(!!)
তাহলে বেশি বেশি করে 3D মুভি দেখা শুরু করতে পারেন(দয়া করে নিজের ভালটা বুঝবেন)
Youtube এর সাহায্য নিতে পারেন হাজারো 3D ক্লিপ দেখার জন্যে
গেইম গুলো খেলতে খেলতে পরিবেশ গুলো দেখতে পারেন, বিভিন্ন বিষয় বস্তুর উপর নজর রাখতে পারেন....

দরকার প্রাক্টিস প্রচুর পরিমানে

আপনার আশেপাশে যা আছে ভাল করে দেখুন এবং বানাতে চেষ্টা করতে থাকুন
সময় সল্পতার জন্যে খুব ভাল করে লিখতে পারলাম না বলে আন্তরিকভাবে দুখিত
আগামীতে ইনশাল্লাহ আরো বিস্তারিত লিখব
সবাই ভাল থাকবেন

No comments:

Post a Comment