Wednesday, July 23, 2014

কিভাবে মনোমুগ্ধকর একটি ব্লগ তৈরি করবেন ?

কিভাবে মনোমুগ্ধকর একটি ব্লগ তৈরি করবেন ?

সকল ব্লগারই চায় একটি মনোমুগ্ধকর ব্লগ তৈরি করতে । কিন্তু তা কি খুব সহজ? খুব সহজ না হলেও খুব কঠিন নয় । আপনি যদি সাধারন কতগুলো টিপস ফলো করেন তাহলে আপনিই পারবেন আপনার ব্লগটিকে একটি মনোমুগ্ধকর ব্লগ হিসেবে উপস্থাপন করতে । তাহলে দেখি কিভাবে ?
  • প্রথমেই একটি পরিকল্পনা করুন কিভাবে আপনি ব্লগিং শুরু করবেন ।
  • আপনার পছন্দ মত ও আকর্ষণীয় একটি বিষয় নির্বাচন করুন ।
  • আপনার পছন্দমত ও সুবিধামত একটি ডোমেইন নির্বাচন করুন । এ ক্ষেত্রে আপনার কি-ওয়ারড আপনাকে হেল্প করবে । ডট কম, ডট নেট, ডট কো , ডট অরগ ইত্যাদি ডোমেইন গুলো টপ লেভেল ডোমেইন ।
  • ভাল মানের হোস্টিং প্লেস নির্বাচন করুন , যেমন ঃ হোস্টগেটর, Godaddy ইত্যাদি । সস্তায় ভাল মানের হোস্টিং নির্বাচন করতে এখানে যান
  • আপনার ব্লগটিকে ইন্টারনেটে ছড়িয়ে দিন অর্থাৎ সার্চ ইঞ্জিনগুলোতে ইনডেক্সিং করুন ভাল ভাবে ।
  • আপনার পাঠকের মতামত নিন ও মতামতের সহজ ব্যবস্থা করুন (DoFollow Blog তৈরি করুন)
  • ব্লগিং কে ভালবাসুন আর নিয়মিত লিখুন পাঠকের উদ্দেশ্যে ।
  • সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার ইত্যাদি ) আপনার ব্লগের পোস্ট গুলোকে সব সময় ছড়িয়ে দিন ।
ডু-ফলো (Dofollow Blog) ব্লগের নমুনা দেখতে চাইলে ভিজিট করুন Allininternet Blog ও কমেন্টস করে টেস্ট করুন যে ব্লগটি ডু-ফলো কিনা । আপনি যখন দেখবেন কমেন্টস করার  পরে আপনার কমেন্টস্টি আপনার সাইটের লিঙ্ক সহ অটো পাবলিশ হয়ে যাচ্ছে এবং আপনার একটি ব্যাক লিঙ্ক তৈরি হচ্ছে তখনি বুঝবেন ব্লগটি ডু-ফলো । ওই সাইটে আপনার সাইটের ব্যাক লিঙ্ক তৈরি হয়েছে কিনা (অর্থাৎ গুগল crawl করেছে কিনা )তা চেক করার জন্য ২-৩ দিন পরে এখানে যান http://smallseotools.com/backlink-checker/ অথবা এখানে 

যান http://smallseotools.com/link-tracker/।  (Dofollow allows search engines to crawl links on that blog.  So this means when you make a comment on a Do-follow blog the search engines (Google, Bing, Yahoo) actually see this and treat this as a back link of your blog.)

No comments:

Post a Comment